নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকীর গাড়ি আটকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানায়, কোনো সিদ্ধান্ত ছাড়া তারা বোর্ড থেকে যাবে না।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশালের নতুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দেন। কোনো সিদ্ধান্ত ছাড়া বোর্ড থেকে যাবেন না বলে জানান তারা।
এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
তারা জানায়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ‘অমানবিক’। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নামছেন।
এ সময় শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা ২ মাস পেছনোর দাবি জানায়। এছাড়া এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবিও জানান তারা। এই দাবিগুলোর প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপিক দেয়ার কথাও জানান শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.