ঢাকাঃ শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা তাদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার (২০ মার্চ) প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ক্লাস কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে, কিন্তু জুলাই মাসের আন্দোলনের কারণে প্রায় দেড় মাস একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। একই বছরে সেকেন্ড ও থার্ড প্রফেশনাল পরীক্ষা দিতে হয়েছে, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তবে, এখন তারা ফাইনাল প্রফ পরীক্ষার সময় এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে কিন্তু কর্তৃপক্ষ বিভিন্ন নিয়ম-কানুনের কথা বলছে, যা পূর্ববর্তী সময়ে মানা হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ।
শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন যে, ঈদের পর, অর্থাৎ জুলাই মাসে তাদের ফাইনাল প্রফ পরীক্ষা গ্রহণ করতে হবে। অন্যথায় তারা ন্যায়সঙ্গত আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কন্ট্রোলার ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের যৌক্তিক দাবির পক্ষে প্রশাসনের সহানুভূতিশীল সিদ্ধান্ত প্রত্যাশা করছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.