জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানকে তাঁর পদ থেকে ৫ মার্চ অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, জুলাই আগষ্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার ২৬ বছরের শিক্ষকতায় কখনো পদ নিয়ে পড়ে ছিলাম না। আমি সবসময় শিক্ষার্থীদের সাথেই ছিলাম। তারপরেও উপাচার্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো কাজ করার। কোনো অন্যায় যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবো। বর্তমান প্রশাসনকে গতিশীল করতে যেসব কাজ করা প্রয়োজন তার করবো। বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে উঠার চেষ্টা করবো। আমাকে সবাই সৎ পরামর্শ দিবেন। সবাইকে নিয়েই কাজ করবো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.