মাগুরাঃ মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হওয়ার আশঙ্কার প্রতিবাদ মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এছাড়াও এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন পেশাজীবীরা।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে শহরের ২৫০ শয্যা সদর হাসপাতালে সামনে এ প্রতিবাদ মানববন্ধনটি হয়।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এটা নিয়ে চলছে ষড়যন্ত্র। দেশের নতুন ছয়টা মেডিকেল কলেজের মধ্যে মাগুরার মেডিকেল কলেজের শিক্ষার মান সবথেকে এগিয়ে। এখানে নিজস্ব অবকাঠামো না থাকলেও শিক্ষা গ্রহণে সমস্ত সুযোগ-সুবিধায় এখানে রয়েছে।
মাগুরা মেডিকেল কলেজ থেকে সদ্য বের হওয়া ইন্টার্নী চিকিৎসক ডা. মালিহা মৌরিন মাহিন বলেন, মাগুরা মেডিকেল কলেজে বর্তমানে ৩৬৯ জন শিক্ষার্থীর লেখাপড়া করছেন। সফলতার দিক দিয়ে প্রথম ব্যাচের ৪৩ জন ইতোমধ্যে ইন্টার্নী ডাক্তার হয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মাগুরা জেলায় মেডিকেল কলেজ হওয়ায় পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, নড়াইল এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে রোগীরা এখান থেকে সেবা নিচ্ছেন।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. হোসাইন বলেন, দীর্ঘদিনের দাবির মুখে ২০১৮ সালে জেলায় মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। এই মেডিকেল কলেজ বন্ধ হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। যা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো হবে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে সমস্ত রকম সহযোগিতা করে আসছি। আশা করবো সরকার এটি বিবেচনা করবে।
জানতে চাইলে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। তবে এটা এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি বন্ধ হবে কি, হবে না। এটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরাসহ স্থানীয় জনগণও শংকিত। এই মেডিকেল কলেজটি যেন কোন ধরনের ষড়যন্ত্রের শিকার না হয় তার জন্য সম্মিলিতভাবে তারা মানববন্ধনের আয়োজন করেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.