এইমাত্র পাওয়া

ঢাবির ১২ শিক্ষার্থী দুই ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেলেন

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড ও রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ডের অধীনে ১২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

অর্থনীতি বিভাগে বিভিন্ন বর্ষের অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থীকে অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।

অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ডের বৃত্তিপ্রাপ্তরা হলেন- সাদিয়া (১ম বর্ষ), মঈন উদ্দিন (১ম বর্ষ), স্নোহা বিশ্বাস মেমোরী (২য় বর্ষ), মো. আছিদ রহমান (৩য় বর্ষ), রহিমা আখতার (৪র্থ বর্ষ), মো. সুমন মোল্যা (এম.এস.এস)। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ডের বৃত্তিপ্রাপ্তরা হলেন- রাতুল আহমেদ, মো. ফুরকান আলী, ফারজানা আক্তার, সোহান সেখ, মো. জিন্নাহ সরকার, কনক চন্দ্র বর্মণ।

ট্রাস্ট ফান্ডের দাতাদের ধন্যবাদ দিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর মমতা ধারণ করেন বলেই ট্রাস্ট ফান্ডগুলো গঠনের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগগুলো আমাদের ঐক্যবদ্ধ করে। একই সঙ্গে সমাজকে নিয়ে চলতে শেখায়। এই আয়োজনগুলো করতে পেরে আমরা সম্মানিত বোধ করি।

উপাচার্য আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডগুলো গোছানোর চেষ্টা করছি। আকার ও পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। যাতে আরও বহু সংখ্যক শিক্ষার্থীকে এসব ফান্ডের আওতায় আনা যায়। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও সক্রিয় করার চেষ্টা করছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নাজমা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরামের অন্যতম দাতা মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান ড. নাজমা বেগম ৬ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করেন। ট্রাস্ট ফান্ডটির বর্তমান মূলধন ১৫ লক্ষ টাকা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে বি.এস.এস (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ১ম বর্ষের ২ জন, ২য় বর্ষের ১ জন, ৩য় বর্ষের ১ জন, ৪র্থ বর্ষের ১ জন এবং এম.এস.এস শ্রেণির ১ জনসহ মোট ছয়জন মেধাবী ও অসচ্ছল ছাত্র/ছাত্রীকে বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সুপারিশক্রমে এককালীন ১৫ হাজার ৮২১ টাকা বৃত্তি প্রদান করা হয়। ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীরা ২০২২ সালের ২৫ এপ্রিল ১৭ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড গঠন করেন। ট্রাস্ট ফান্ডটির বর্তমান মূলধন ১৮ লক্ষ টাকা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত ৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সুপারিশক্রমে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.