এইমাত্র পাওয়া

একাদশের শিক্ষার্থীদের গ্রুপ পরিবর্তনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক।। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের গ্রুপ পরিবর্তন ও বিষয় এবং ভর্তি বাতিলের সুযোগ দেয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে ২০ এপ্রিল। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এর ই-টিসি বাটনে প্রবেশ করে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ফি দিয়ে ইটিসি আবেদন করতে পারবেন। বিটিসি-এর ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে Forms College section HSC 1st Year BTC Form ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী পূরণ করে ফিসহ বোর্ডের কলেজ শাখার ৪১২ নম্বর কক্ষে জমা দিতে হবে।

বিটিসি ছাড়া অন্যন্য কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা স্ব-স্ব কলেজে তার চাহিদা অনুয়ায়ী আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এর OEMS বাটনে ক্লিক করে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক সংশোধন সম্পন্ন করবেন।

এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দেবেন। অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন। বিটিসি ছাড়া এই কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনের ফি ধরা হয়েছে, ২০০ টাকা, গ্রুপ পরিবর্তন ৮০০ টাকা, ভর্তি বাতিল ৬০০ টাকা, অনলাইন টিসি ও বিটিসি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাবার্তা /এ/১৭/০২/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.