এইমাত্র পাওয়া

নোবিপ্রবিতে ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

সালমান ইস্পাহানী সাইমন, নোবিপ্রবি প্রতিবেদক:  নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ময়লার ডাস্টবিন স্থাপন করেছে শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশে এই ব্যঙ্গচিত্রযুক্ত ডাস্টবিন স্থাপনের বিষয়ে জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিভিন্ন ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগিয়ে ‘হাসিনাবিন’ হিসেবে নামকরণ করে শিক্ষার্থীরা। মুজিববাদের নিশানা মুছে ফেলার অংশ হিসেবে এবং শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিবাদের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন বলে জানিয়েছেন তারা।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো: বনি ইয়ামিন বলেন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি ব্যঙ্গচিত্র আঁকা হয় যেটি পরবর্তীতে বিভিন্ন সুশীলদের কারণে মুছে ফেলা হয় পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেটি পুনরায় অঙ্কন করা হয়। ইতিমধ্যে আমরা বই মেলাও খুনি হাসিনার এমন ব্যঙ্গচিত্র গুলো দেখতে পেয়েছি বিভিন্ন ডাস্টবিনে যাতে জাতি তাকে নিকৃষ্ট ভাবে স্মরণ করে। গত ১৬ বছরের জুলুম নির্যাতন ও আমাদের শহীদদের রক্ত খুনি হাসিনা হাতে লেগে আছে  জাতি যাতে তাদের ঘৃণার সাথে স্মরণ করে সেজন্য আমরা আমাদের ক্যাম্পাসে এমনটা ব্যাবস্থা করেছি। এছাড়াও ধানমন্ডি ৩২ সহ দেশের যেখানেই মুজিববাদের চিহ্ন আছে সব ধ্বংস করা হয়েছে তারই প্রেক্ষিতে আমরা শেখ মুজিবের ছবি ভাঙ্গার কর্মসূচি ও পালন করেছি।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ বলেন, সারাদেশের সাথে নোবিপ্রবিতেও শিক্ষার্থীরা স্বৈরাচারের চিহ্ন বিলোপ সাধনে অংশ নেয়। শিক্ষার্থীরা মনে করে,স্বৈরাচারের চিহ্ন  মনে ভীতি ও অসন্তোষ সৃষ্টি করতে পারে। তাছাড়া স্বৈরাচারের চিহ্ন বিলোপ গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অপরিহার্য। এটি একধরনের প্রতীকী ও বাস্তবিক পদক্ষেপ যা জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদ হিমেল বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান জানান দিতে ক্যাম্পাসের ডাস্টবিনগুলোকে “হাসিনা বিন” এ পরিণত করেছি। এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের ঘৃণা ও প্রতিরোধের প্রতিফলন। স্বৈরাচারীদের বিরুদ্ধে যে বিজয় শিক্ষার্থীরা অর্জন করেছে, তা আমাদের সকলকে সমুন্নত রাখতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.