রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। ফ্যাসিস্টদের বিচার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও আবাসিক হলের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জোহা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে ‘রাবি গণঅভ্যুত্থান মঞ্চ’।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও হত্যার বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের নামে থাকা ভবন ও হলের নাম পরিবর্তন করা হলেও রাবিতে তা এখনও বাস্তবায়িত হয়নি, যা প্রমাণ করে প্রশাসনের নিষ্ক্রিয়তা।
আরবি বিভাগের শিক্ষার্থী তামিম বলেন, “অতীতে শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেওয়া হয়নি, এবারও যাবে না। ছাত্রসমাজ দমে যায়নি, তারা ফ্যাসিবাদ প্রতিহত করবে।”
শিক্ষার্থী জাহিদ হাসান জিয়া বলেন,”এই সরকার ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। অন্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের নাম মুছে ফেলা হলেও রাবিতে তা হচ্ছে না কেন?”
দাবিসমূহ হল: রাবির সকল ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা। ফ্যাসিস্টদের প্রমোশন ও বিশেষ সুযোগ-সুবিধা অনতিবিলম্বে স্থগিত করা। ফ্যাসিস্ট ও তাদের পরিবারের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের ভবন-হলগুলোর নাম পরিবর্তন করে শিক্ষার্থীদের জন্য সেবার মান বৃদ্ধি করা।
বিক্ষোভে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। রাবি এখন উত্তাল— শিক্ষার্থীরা লড়াই চালিয়ে যাবে ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.