জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় ‘অযৌক্তিক’ পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমৃত্যু গণঅনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টূয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি শুরু করা হয়।
অনশনরত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছিল। আমরা সকল অযৌক্তিক কোটার বিলুপ্তি চেয়েছিলাম। সেই আন্দোলন পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তবে এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক পোষ্য কোটা বহাল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনের আহত ও শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন। অযৌক্তিক পোষ্য কোটা বাতিল না করা পর্যন্ত আমাদের গণঅনশন কর্মসূচি চলবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, ‘পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরদের অন্তত একটা চাকরির ব্যবস্থা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এমন হাজারো শিক্ষার্থী আছে যাদের বাবা কৃষক কিংবা শ্রমিক। তাহলে তাদের সাথে সব থেকে বড় বৈষম্য করছে প্রশাসন। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে এই বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল করতে হবে।’
এর আগে, গত ২৯ জানুয়ারি অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতা-কর্মীরা। এছাড়া একই দাবিতে গত তিনদিন ক্যাম্পাসে গণসংযোগ ও পোস্টারিং কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.