নিজস্ব প্রতিবেদক।। ১৯ সন্তান ও সংসার সামলে এক সৌদি নারী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে ওই নারী অনলাইন ভিত্তিক একটি ব্যবসাও পরিচালনা করেন। সৌদি ওই নারীর নাম হামদা আর রুয়াইলি। হামদা ১০ ছেলে ও ৯ মেয়ের মা। তিনি পরিকল্পনা মাফিক ‘ওয়ার্ক রুটিন’ তৈরি করে দিনের কাজ শেষ করেন। সন্তানদের দেখাশোনা ও নিজের কাজ চালিয়ে নেওয়ার জন্য শিক্ষক এবং সামরিক অফিসারের নেতৃত্ব কৌশল অনুসরণ করেন হামদা।
তিনি জানান, রোল মডেল হিসেবে তিনি শিক্ষকদের অনুসরণ করেন। যারা ক্লাসভর্তি শিক্ষার্থীদের পড়ান আর সামরিক অফিসারদের নেতৃত্ব কৌশল অনুসরণ করেন যিনি অসংখ্য সেনাকে নেতৃত্ব দেন। হামদা মনে করেন, ১০ সন্তানকে বড় করা যত কঠিন ১ সন্তানকে বড় করাও তেমন কঠিন। হামদা তার সন্তানদের প্রয়োজন বুঝে সাহায্য করার চেষ্টা করেন। তিনি সন্তানদের স্বপ্ন পূরণে সহযোগিতা ও অনুপ্রেরণা জোগাতে চান।
হামদা বলেন, একজন সন্তানকে বড় করার যে চ্যালেঞ্জ, তা ১০ জন সন্তানকে বড় করার মতোই কঠিন। আমি আমার সন্তানদের প্রয়োজন বুঝে সহযোগিতা করি, তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করি এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে, সেই অনুপ্রেরণা দিই।
হামদা ৪৩ বছর বয়স হওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার সন্তানরাও পড়াশোনায় অত্যন্ত মেধাবী। তার এক মেয়ে কিং আব্দুল আজিজ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে। হামদা জানান, স্কুলে তার সন্তানেরা ১০০ গড়ে ৯৪ নম্বর পেয়ে থাকে।
হামদার জীবনের নানা বাধা-বিপত্তি আসলেও তিনি কখনোই শিক্ষার পথ থেকে সরে যাননি। শিক্ষা অর্জনে হামদার যে প্রচেষ্টা তা সমাজে নারী শিক্ষা সম্প্রসারণে এবং অদম্য ইচ্ছাশক্তির একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
সূত্র: গালফ নিউজ
শিক্ষাবার্তা /এ/১০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.