নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর-২০২৪ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক থেকে আগামী ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে। নোটিশটি রবিবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর/২০২৪ খ্রি.মাসের বেতন ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমোট ১২(বার)টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়, ঢাকায় ০৫/১২/২০২৪খ্রিঃ তারিখে হস্তান্তর করা হয়েছে। বেতন ভাতা উত্তোলনের সুবিধার্থে ডিসেম্বর /২০২৪ খ্রি. মাসের বেতন ভাতা সংশ্লিষ্ট এমপিও সীটের সফট কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের এমপিও পোর্টালের নোটিশ বোর্ডে আপলোড করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক এর ব্যবস্থাপকগণ ও প্রতিষ্ঠান প্রধানগণ তাঁর প্রতিষ্ঠানের এমপিও সীট ওয়েব সাইট হতে ডাউনলোড পূর্বক বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মর্মে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.