ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কল্যাণমূলক কর্মকাণ্ডের আওতায় সংগঠনের প্রয়াত সদস্যের সন্তানদের শিক্ষা ভাতা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ডিআরইউতে প্রয়াত ৩০ সদস্যের সন্তানদের মাসিক পরিবার প্রতি তিন হাজার টাকা হারে বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।
এই বৃত্তি দিতে সহযোগিতা করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। প্রতি মাসে এ টাকা বৃত্তিপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উপদেষ্টা বলেন, আসন্ন রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম সর্বোচ্চ সহনীয় করার চেষ্টা করব আমরা। আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই যে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে।
তিনি আরও বলেন, আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন, এমন একটি পরিস্থিতিতে ছাত্র-জনতার আন্দোলনে আজকের এ সরকার গঠিত হয়েছে। আমাদের উদ্দেশ্য একটি মর্যাদাপূর্ণ সমাজ বিনির্মাণ।
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউয়ের কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালক ও চেয়ারম্যান (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি) এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকিং খাত দেশের অর্থনীতির অন্যতম শক্তি। এনআরবিসি ব্যাংক অর্থনৈতিক উন্নয়নধর্মী কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক অনেক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম বলেন, প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড পরিচালনা করছে এনআরবিসি ব্যাংক। ডিআরইউ’র এ ধরনের বৃত্তিমূলক কাজে সবসময় আমরা পাশে থাকবো।
এ সময় আরও বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের কমিউনিকেশন বিভাগের প্রধান মো. হারুন-অর-রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউয়ের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন ও কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.