এইমাত্র পাওয়া

৭ কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ফেল করা শিক্ষার্থীরা সব বিষয়ে পরীক্ষা দেওয়ার পরিবর্তে শুধু ফেল করা কোর্সে পরীক্ষা দিলেই হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তারা ২০২৩ সালের ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

ফরম পূরণের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, যেসব শিক্ষার্থী আগে ফরম পূরণ করেছেন, তাদের পূরণকৃত ফরম সংশোধন (স্টুডেন্ট টাইপ, পেপার কোড) করতে পারবেন। এ ছাড়া যারা আগে ফরম পূরণ করেননি (অকৃতকার্য), তারা নতুন করে ফরম পূরণ করতে পারবেন।

শিক্ষাবার্তা /এ/২২/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.