নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ন্যূনতম বেতন গ্রেড-১৪ সম্মান জনক কর্ম নীতিমালাসহ পাঁচ দফা দাবিতে মানব বন্ধন করেছে করেছে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মানব বন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ রায় বলেন, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুসারে এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারীদের বেতন গ্রেড ১৮তম হলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১০ম, ১১তম, ১৪তম এবং বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ল্যাব সহকারীদের সর্বনিম্ন বেতন গ্রেড ১৬তম যা চরম বৈষম্য।’
বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ বলেন, ল্যাব সহকারীদের ৩য় শ্রেণিতে অন্তর্ভুক্ত করা সত্ত্বেও সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এখনও সংশোধন করে গ্রেড নির্ধারণ করা হয়নি। এতে করে ল্যাব সহকারীরা চরম বৈষম্যের স্বীকার হচ্ছে। আবার অন্যদিকে আমাদের সঠিক কর্ম নীতিমালা না থাকার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব বহির্ভূত অনেক কাজ করানো হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। অবিলম্বে গ্রেড বৈষম্য দূর করে কর্ম নীতিমালা প্রণয়ন করতে হবে।
তিনি আরো বলেন, ল্যাব সহকারীদের তুলে ধরা পাঁচ দফা দাবি হলো- বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের ন্যূনতম বেতন গ্রেড-১৪ প্রদান করতে হবে; বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস করতে হবে; ল্যাব সহকারীদের জন্য প্রযোজ্য সম্মান জনক কর্ম নীতিমালা প্রদান করতে হবে; আমরা যে একাডেমিক তা কর্ম নীতিমালায় উল্লেখ করতে হবে এবং ইতোপূর্বে নিয়োগ প্রাপ্ত সকল ল্যাব সহকারীদের স্বয়ংক্রিয়ভাবে সমপর্যায়ের গ্রেড প্রদান করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি- ৩ এর ১০ জানুয়ারি ২০২৪ তারিখের পরিপত্র দ্রুত বাস্তবায়ন করতে হবে।
ল্যাব সহকারী ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মোঃ সজিব মিয়া বলেন, গত ৫ আগস্ট বৈষম্যের কলঙ্ক মাথায় নিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলে দেশের বিভিন্ন দপ্তর সংস্কার হয় এবং বৈষম্য জিরো টলারেন্সে নেমে আসে কিন্তু আমাদের বেলায় কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যাহা বৈষম্য বিরোধী বাংলাদেশে অকল্পনীয়। আমরা এই বৈষম্যের সুষ্ঠু সমাধান চাই।
মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ যে দাবিগুলো উল্লেখ করেন তা হলো- বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের নূন্যতম বেতন গ্রেড-১৪ প্রদান করা। বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ.এস.সি পাস করা। ল্যাব সহকারীদের জন্য প্রযোজ্য সম্মান জনক কর্ম নীতিমালা প্রদান। আমরা যে একাডেমিক তা কর্ম নীতিমালায় উল্লেখ করা। ইতোপূর্বে নিয়োগ প্রাপ্ত সকল ল্যাব সহকারীদের স্বয়ংক্রিয়ভাবে সমপর্যায়ের গ্রেড প্রদান করা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.