৬ দফা দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের অবরোধ

রাজশাহীঃ রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা) প্রদান করে দ্রুত ডব্লিউএইচও এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থাসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজিসহ (আইএইচটি) অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহানগরীর দাশপুকুর, সিটি বাইপাস মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটি বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন ও বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি-এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু।

এর আগে ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা আইএইচটি ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দাশপুকর এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে বসে বিক্ষোভ করতে থাকেন। এ ছাড়া সড়কে শুয়ে প্রতীকী লাশের ওপর লাল সবুজের পতাকা বুকের ওপর দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, আমাদের দাবি ছয়টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আমরা আশা করি, এই সরকার আমাদের দাবিগুলো মেনে নিবে। আর যদি দাবি না মানা হয় তাহলে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.