নিজস্ব প্রতিবেদক।।
সিরাজগঞ্জের কামারখন্দে একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ মে) রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ৬৭ নম্বর পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ মে) কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরির তথ্য মতে, প্রতিদিনের মতো বুধবারে বিদ্যালয়ের কার্যক্রম শেষ করে তালা ঝুলিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান সকল শিক্ষকরা। পরেরদিন সকালে প্রধান শিক্ষক সহকর্মীদের নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হলে অফিস কক্ষের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে বিদ্যালয়ে ব্যবহৃত প্রজেক্টর, কাঁসার ঘন্টা এবং একটি রাউডার হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা পারভীন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে তিনি বলেন, এটা আপনার অবহেলায় হয়েছে। যেগুলো চুরি হয়েছে আপনি সেগুলো কিনে দিবেন। আমার বিদ্যালয়ে নৈশ প্রহরী নেই। তাহলে আমি কী রাতে বিদ্যালয়ে থেকে পাহারা দেব নাকি।
কামারখন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম বলেন, প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলার কারণে এ চুরি হয়েছে। ঐখানে নৈশ প্রহরী নেই। সকল উপকরণ তিনি কীভাবে হেফাজত করবে সেটা ওনার দায়িত্ব। খোয়া যাওয়া জিনিসপত্র কীভাবে আনবে সেটা তিনি বুঝবেন।
শিক্ষাবার্তা/জামান/১০/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.