তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ তীব্র দাবদাহের কারণে ২২ এপ্রিল (সোমবার) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে এবং পরীক্ষাসমূহ যথারীতি স্বশরীরে অনুষ্ঠিত হবে।
রবিবার এক জরুরি আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
উল্লেখ্য, ইস্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ দিন বন্ধ ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়। গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত এ ছুটি চলমান ছিলো।
১৯ তারিখ বন্ধ শেষ হলেও আজ ২১ এপ্রিল (রবিবার ) বন্ধের পর প্রথম দিনের মতো ক্লাস কার্যক্রম চালু হওয়ার পর অনলাইন ক্লাসের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.