নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে ওঠা ফল জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির সহকারী পরিচালক (কলেজ-১) মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি করা হয়।
তদন্ত কমিটির তিন সদস্য হলেন- মাউশির পরিচালক (মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং) প্রফেসর মো. আমির হোসেন, শকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক, ইউএমআইএস সেলের খন্দকার আজিজুর রহমান।
১৭ তারিখ জারি করা ওই অফিস আদেশে অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রফেসর নারায়ন চন্দ্র নাথ, বর্তমান সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর বিরুদ্ধে পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উত্থাপিত হয়েছে। পত্রে উল্লেখিত অভিযোগসমূহ সরেজমিনে তদন্তের জন্য তদন্ত টিম গঠন করা হল।
বিষটি নিশ্চিত করে মাউশির সহকারী পরিচালক (কলেজ-১) মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তদন্তের সময় কিছুটা বাড়তেও পারে।’
গত ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমানে সচিব এবং চেয়ারম্যানের চলতি দায়িত্বে থাকা প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে পরবর্তী ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশনা দেওয়া হয়েছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.