নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল হাইকোর্ট তা স্থগিত করে দেয়। গত পহেলা এপ্রিল স্থগিতাদেশ দিলেও এখনো আদেশ বুয়েট কর্তৃপক্ষ হাতে পায়নি। আদেশ হাতে পেলে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক গতিতেই বুয়েট রেসপন্স করবে বলে জানিয়েছে বুয়েট উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।
বুধবার (১৭ এপ্রিল) বুয়েট নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বুয়েট উপ-উপাচার্য বলেন, এখন পর্যন্ত আমরা কোর্টের কোনো অর্ডার পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি ২২ এপ্রিল পর্যন্ত কোর্ট বন্ধ রয়েছে। হয়ত ২২ তারিখের পর অর্ডারটি পেতে পারি। হাইকোর্টের আদেশটি হাতে পেলে আমরা দেখব সেই আদেশে কী বলা হয়েছে।
তিনি আরো বলেন, অনেকের মধ্যে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে যে, আমরা বুয়েট কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার বাহিরে থাকতে চাচ্ছি। এটি আসলে কোনোভাবেই সম্ভব না। আইনি প্রক্রিয়ার স্বাভাবিক গতিতেই আমাদের অবশ্যই রেসপন্স করতে হবে। এবং সেই রেসপন্স আমরা করব।
বুয়েটে এখন ছাত্ররাজনীতি নিষিদ্ধ কিনা এমন প্রশ্নের জবাবে বুয়েট উপ-উপাচার্য বলেন, যেহেতু আমরা কোর্টের কাছ থেকে আদেশ পাইনি। কোনো অর্ডার আমাদের হাতে আসেনি, কাজেই ২০১৯ সালের বিজ্ঞপ্তি ছিল সেটি এখন পর্যন্ত ভ্যালিড আছে বলেই আমরা মনে করি।
প্রসঙ্গত, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। ঐ বছর ১১ ডিসেম্বর বুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে বুয়েটে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.