নিজস্ব প্রতিবেদক।।
নওগাঁর ধামইরহাটে ‘আমরা খেলছি জয়-পরাজয়ের জন্য নয়, উপভোগ করার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল তিন টার সময় হাটনগর ফুটবল মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম খেলাল-ই রব্বানী তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন। এতে টস জিতে ব্যাটিং করেন ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা ও ফিল্ডিং করেন ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা। টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন গৌরব প্রসাদ সাহা এবং সুজা।
প্রাক্তন শিক্ষার্থী রিফাতুল হাসান চৌধুরী সময়ের আলোকে জানায়, ‘ঈদ পরবর্তী সময়ে যুব সমাজকে একত্রিত করে ক্রিকেট খেলার মাধ্যমে ব্যতিক্রমী এক ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০ টি ব্যাচ অংশগ্রহণ করে। ঈদের তৃতীয় দিন শনিবার ফাইনাল খেলা হবে। এবং পুরস্কার বিতরণ শেষে সমাপ্তি ঘোষণা করা হবে।’
চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম খেলাল-ই রব্বানী সময়ের আলোকে বলেন, ‘যুব সমাজের হৃদপিণ্ড খেয়ে ফেলছে মাদক। অন্যদিকে মুঠোফোনে বেড়েছে তাদের আসক্তি। মাদক এবং মুঠোফোনের আসক্তি থেকে যুব সমাজকে খেলার মাঠে আনতেই এমন আয়োজনের উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, ক্রিকেট খেলার মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী দেখে এলাকার অন্যান্য যুবকদের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে।
এসময় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান, পৌর কমিশনার আব্দুল হাকিমসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/জামান/১২/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.