নিজস্ব প্রতিবেদক।।
রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়। রহমত, মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তি। আর রমজান মাসেই নাজিল হয় পবিত্র কোরআন। রমজানের শেষ দশকের যে কোনো এক বিজোড় রাতে নাজিল হয় কোরআন। বিভিন্ন হাদিসে শেষ দশকের বিজোড় রাতে শবে কদরের সন্ধান করতে বলা হয়েছে।
আর এ শবে কদর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। রোববার (৩১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি শবে কদর নিয়ে এ পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, আসসালামুআলাইকুম, আজ থেকে কদরের রাত শুরু। আগামী দশটি রাত এর যে কোনো একটিতে মহিমান্বিত সেই লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোনো নেক আমল করবে তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!
আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।
১. দান (কমপক্ষে ১ টাকা হলেও)
২. নামাজ (অন্তত দুই রাকাত)
৩. দুআ (গোটা উম্মাহর জন্য)
৪. ৩ বার সূরা ইখলাস পড়া (কোরআন খতমের নিয়তে)
৫. কোরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে)
৬. রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও)
৭. তালিম+দ্বীনের দাওয়াত
৮. যিকির আজকার
পোস্টের শেষে তিনি বলেন, কারো কথা শুনে কেউ নেক আমল করলে উক্ত ব্যক্তির জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ হয় সুবহানাল্লাহ। তাই আসুন আজই আমরা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেই। জাযাকাল্লাহ খায়ার।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.