নিজস্ব প্রতিবেদক।।
আগামীতে জাতীয় পাঠক্রমে জমিসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, ‘অনেকে শিক্ষিত হয়েও জমিসংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না। তাঁদের এগুলো বোঝাতে হবে। তাই আগামীতে আমরা ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনগণ যাতে কিছু ধারণা পেতে পারে সে জন্য এসএসসির পাঠক্রমে জমির বিষয় অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছি।
মন্ত্রী রবিবার (৩১ মার্চ) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমিসচিব মো. খলিলুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/জামান/১/০৪/২০২৪ লাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.