মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এ কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক এন্ড ট্রাবলশুটিং ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ইউআইটিআরসিই ল্যাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ ইউআইটিআরসিই এর সহকারী প্রোগ্রামার রাশিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, প্রশিক্ষক শেখ সাদি, আহসান হাবিব, রবি ইসলাম এবং অফিস সহকারী শারমিন রেজা। ল্যাব এ্যাসিসন্টে সোহাগ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী সামসুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থীদের মধ্যে আব্দুস সাত্তার, সোমা আক্তার, মওদুদ আহম্মেদ ও আয়েশা আক্তার প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সনদ বিতরণ করেন।
প্রতি ব্যাচে ২৪জন করে সকাল বিকাল দুটি ব্যাচ শেষে এক সাথে সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়। নারায়নগঞ্জ জেলার এক মাত্র প্রশিক্ষণ কেন্দ্র সোনারগাঁ উপজেলায় অবস্থিত। এ প্রশিক্ষন কেন্দ্রে সোনারগাঁ, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও জেলা সদর থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.