নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ রক্ষায় দারুন এক উপায় বের করে ফেলেছে ফিলিপাইন সরকার। পরীক্ষা দিলেই স্কুল-কলেজ পাস করে ফেললাম, ব্যাপারটা আর এত সহজ থাকছে সেখানে।গত ১৫ মে দেশটিতে পাস হয়েছে ‘গ্র্যাজুয়েশন লিগ্যাসি ফর দি এনভায়রনমেন্ট অ্যাক্ট’। নতুন আইন অনুযায়ী স্কুল বা কলেজ পাস করতে হলে প্রত্যেক ফিলিপিনো শিক্ষার্থীকে কমপক্ষে ১০টা করে গাছ লাগাতে হবে।
বেশ কয়েক বছর ধরে দেশটির গাছপালার ওপর দিয়ে ঝড়ঝাপটা যাচ্ছিল। কেটে উজাড় করে ফেলা হচ্ছিল বন-জঙ্গল। এতে পরিবেশদূষণের মাত্রাও বেড়ে গিয়েছিল হু হু করে। এ কারণে পরিবেশ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে ফিলিপাইন সরকার।
ইন্ডিয়া টাইমসের এক খবরে জানা গেল, ফিলিপাইনে বছরে এক কোটি ২০ লাখ শিশু প্রাথমিকের গণ্ডি পেরিয়ে স্কুলে ওঠে, আর কলেজে ভর্তি হয় বছরে ৫০ লাখ। এরা প্রত্যেকে আইন মেনে ১০টা করে গাছ লাগালে বছরে দেশটিতে নতুন গাছ বাড়বে ১৭ কোটি ৫০ লাখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.