জাতীয়করণ আন্দোলনে এসে দুই শিক্ষকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আন্দোলনে এসে দুই শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর ৪টায় ও একইদিন সন্ধ্যায় ওই দুই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

মারা যাওয়া দুই শিক্ষক হলেন- বরিশালের একটি প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাও. মো: খলিলুর রহমান ও নওগাঁ জেলায় কর্মরত মো. গোলাম রাব্বানী।

আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ জাতীয়করণের আন্দোলনে যোগ দেন পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খলিলুর রহমান। তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। গত ২০ মার্চ আন্দোলন চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

অন্যদিকে জাতীয়করণের দাবিতে চলা আন্দোলনে গতকাল শুক্রবার অসুস্থ হয়ে পড়েন নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রাব্বানী। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় না ফেরার দেশে পারি জমান তিনি।

আন্দোলনরত দুই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্যসচিব জসিম আহমেদ।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের আন্দোলনে এসে আমাদের দুই সহযোদ্ধার মৃত্যু হয়েছে। আমরা তাদের মৃত্যুতে দমে যাইনি। তাদের মৃত্যু এভাবে বৃথা যেতে দেব না। জাতীয়করণের দাবি আদায় করেই ঘরে ফিরব।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকরা জানান, আইএলও এবং ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সরকার জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে খরচ করার জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকার শিক্ষা খাতে খরচ করছে মাত্র ২ শতাংশ, যার জন্য আইএলও এবং ইউনেস্কো ক্ষোভ প্রকাশ করেছে ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেছে।

সরকারের পক্ষ হতে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাগ্যের কোনও পরিবর্তনের জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেই। অথচ শিক্ষার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পে অনেক টাকা অপচয় করা হয় বলে মন্তব্য করেন তারা।

গত ১৯ বছর ধরে এমপিওভুক্ত শিক্ষক ২৫ শতাংশ ঈদ বোনাস এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও এক হাজার টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন, যা অমানবিক বলে দুঃখ প্রকাশ করেন তারা।

শিক্ষকদের জোটের পক্ষ থেকে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয় সরকারি কোষাগারে জমা নিয়ে নীতিমালার পরিবর্তন করলে অনায়াসেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা সম্ভব।

আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা জানান, সারাদিন ধূলা-ময়লার মধ্যে রাস্তায় অবস্থান করার কারণে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকে হাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়