এইমাত্র পাওয়া

‘শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করতে হবে’

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১০টায় কলেজটির মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বলেন, কলেজের শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে হবে। আগত শিক্ষার্থীদের তিনি সতর্ক করে মাদক, বাল্যবিবাহ, জঙ্গি তৎপরতা, ইভটিজিংয়ের কুফল সম্পর্কে বিশদ বর্ণনা দেন।

কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের আয়োজনে এবং কলেজ শাখা ছাত্রলীগের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যক্ষ মো. রেজাউল করিম, ওসি মো. মোজাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, প্রভাষক হাসিবুর রহমান মিলন, আব্দুর রশিদ, রেজাউল করিম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.