মোঃ মোজাহিদুর রহমান :
হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। দ্বাদশ শ্রেণীর শিক্ষর্থী হীরা খাতুন এবং সোহরাতুন নেছা রেশার উপস্থাপনায় কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য স,ম, আব্দুর রব, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, অনুষ্ঠানের আহ্বায়ক মৃত্যুঞ্জয় কুমার দাস, সালমা খাতুন, উত্তম কুমার দাস, শেখ শামীম ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শিক্ষার্থী মোঃ আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের নিয়ম কানুন, পরীক্ষা পদ্বতি ডিজিটাল হাজিরা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি বলেন শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ স্থাপিত হওয়ায় এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
আজকের ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.