৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত ৬৫ বছরের পুরনো মগবাজার গার্লস হাই স্কুলের নাম বদলে ফেলা হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির প্রস্তাবে সম্প্রতি নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রসঙ্গত, ভাষা ও সংস্কৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, অশোভন ও শ্রুতিমধুর নয় এমন সব নাম পরিবর্তন করা হচ্ছে গত কয়েক বছর ধরে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ব্যক্তির বিশেষ অবদান বা অনুদানের কারণে কারও নামে নামকরণের সম্পত্তিও নিচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হচ্ছে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো তালিকা অনুযায়ী। নাম পরিবর্তনের অনুমোদন দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও।

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত ৬৫ বছরের পুরনো মগবাজার গার্লস হাইস্কুলের নাম বদলে রাখা হয়েছে ‘গাজী সামসুন নেসা গার্লস হাইস্কুল’।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত স্কুলটি রমনা থানার ৫২ সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থিত। স্কুলটি বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে পাশে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে কোনও ব্যক্তির নামে নামকরণের ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে স্কুলের তহবিলে ৩০ লাখ টাকা জমা দিতে হয়। প্রক্রিয়া অনুসরণ করে নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল।

স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলটির অবস্থান মগবাজারে নয়। তাই মগবাজার গার্লস হাইস্কুল বললে অনেকে মগবাজারে চলে যান। তা ছাড়া স্কুলটির আগের মতো সুনাম নেই। এসব কারণে নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

স্কুল-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছরের ৭ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবারেকা খালেদ শিক্ষাপ্রতিষ্ঠানটির নতুন নামকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। আবেদনের পাঁচ দিনের মাথায় ১২ ডিসেম্বর স্কুলটি পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তাঁরা চলতি বছরের ২ জানুয়ারি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন। ১৩ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘গাজী সামসুন নেসা গার্লস হাইস্কুল’ করতে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত সোমবার নতুন নামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আদেশ জারি করে শিক্ষা বোর্ড।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘সব প্রক্রিয়া অনুসরণ করেই নতুন নামকরণের বিষয়ে আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ডের পরিদর্শন প্রতিবেদনও ইতিবাচক এসেছে। শিক্ষা মন্ত্রণালয় নতুন নামকরণের বিষয়ে সম্মতি দিয়েছে। তার আলোকেই নিয়ম মেনে স্কুলটির নাম পরিবর্তন করা হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়