এক যোগে ২০ হাজার শিক্ষককে শোকজ করল শিক্ষা দফতর

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ দাবিতে গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের অনেক সংগঠন। সেদিক দেখা গিয়েছিল, অনেক সরকারি স্কুলেই শিক্ষকরা আসেননি। এবার সেইসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দফতর। সূত্রের খবর, রাজ্যের ২০ হাজার শিক্ষককে শোকজ নোটিস দেওয়া হয়েছে।

ধর্মঘটের আগের দিনই সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ওই দিন কেউ যেন নিয়ম বর্হিভূত ভাবে ছুটি না নেন। কেউ ধর্মঘটে সামিল হলে বা কাজে যোগ না দিলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের কর্মজীবন তথা সার্ভিস রেকর্ড থেকে ১ দিন বাদ দেওয়া হবে।

সরকারের এই কড়া নির্দেশের পরেও দেখা গেছে বহু সরকারি কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধেই শোকজ নোটিস পাঠানো শুরু করে সরকার। কেন্দ্রীয়ভাবে নোটিস জারি করা নাহলেও দফতর ভিত্তিতে এর আগে অনেক কর্মচারীই শোকজ নোটিস পেয়েছেন। এবার শিক্ষা দফতর ধর্মঘটী শিক্ষকদের শোকজ নোটিস ধরাল।

সূত্রের খবর, খুব শিগগির এই নোটিসের জবাব চাওয়া হয়েছে। উচ্চ শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বেশকয়েকজন শিক্ষকের একদিনের বেতন কাটাও হচ্ছে, সরকারের আগের নির্দেশ মতো। এবং কাদের কাদের বেতন কাটা হচ্ছে তার তালিকাও দেওয়া হয়েছে দফতরের তরফে।

সরকারের শোকজ নোটিসের জবাবে ধর্মঘটীরা ইতিমধ্যেই উত্তর দিতে শুরু করেছেন। তাঁদের কথায়, নিয়ম মেনেই তাঁরা নায্য দাবির পক্ষে ধর্মঘট করেছেন। জানা যাচ্ছে, অনেকের সেই জবাব পছন্দ হয়নি সংশ্লিষ্ট দফতরের। ফলে বেতন কাটার মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, অন্যান্য দফতরের ৬ জন কর্মীকে ইতিমধ্যেই বদলির নোটিস ধরানো হয়েছে। ধর্মঘটে অংশ নেওয়ার জন্যই বদলি করা হল কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট দফতরগুলির তরফে জানানো হয়নি। তবে পর্যবেক্ষকদের মতে, সরকারি নির্দেশ উপেক্ষা করে ধর্মঘটে অংশ নেওয়ার জেরেই বদলি করা হয়েছে। এর মধ্যে দিয়ে সরকার তাদের কর্মচারীদের কড়া বার্তা দিতে চেয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়