স্বপ্নময় সাঁথিয়ায় উদ্যোগে চিকিৎসা উপকরণ বিতরণ

এম এ হাই সাঁথিয়া ঃ সাঁথিয়া শালঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফেজবুক গ্রুপ স্বপ্নময় সাঁথিয়ার উদ্যোগে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ডাঃ আব্দুস শুকুর, সাংবাদিক খালেক্কুজামান পান্নু,ও ফারুক হোসেন, টিপু সুলতান,এডমিন রফিকুল ইসলাম এবং স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।স্বপ্নময় সাঁথিযা একটি ব্যতিক্রমধর্মী ফেজবুক গ্রুপ ।

 

তারা শুধুমাত্র ফেজবুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন এরমধ্যে উলেলখযোগ্য হলো অসহায় অসচ্ছলদের মাঝে ঈদের সময় ঈদসামগ্রী বিতরণ, বেকার যুবককে ছাগল বিতরণ, সাঁথিয়ার কৃতিসšতানদের সাঁথিয়ার উন্নয়নে কাজ করতে উৎসাহিতকরণ,ফেজবুকের মাধ্যমে সাঁথিয়ার মুক্তিযুদ্ধে ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা,সাঁথিয়ার উন্নয়নের অন্তরায এবং সম্ভাবনাময় খাত,ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন যাতে তারা মাদক থেকে দুরে থাকেন।