স্কুল শিক্ষককে গুলি করে হত্যা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্য বিজ্ঞান) মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ অসিত কুমার প্রামানিক (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। অসিত পাংশা উপজেলার কলিমহর ইউপির বসা কুষ্টিয়া গ্রামের কাঙ্গাল নাথ প্রামানিকের ছেলে।

মঙ্গলবার রাতে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

হপ্রয বিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর পাংশা বালিকা বিদ্যালয়ের লাইব্রেরীয়ান ও পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে মিজানুর রহমান মুকু (৪৭) কে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি হোসেনডাঙ্গা বাজারের সারের দোকানে দিনভর হালখাতার কার্যক্রম শেষ করে রাতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে আধা কিলো মিটার দুরে পৌছতেই দূর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মুকু মারা যান। এঘটনায় মিজানুর রহমানের স্ত্রী পারুল খাতুন বাদী হয়ে অসিত কুমার প্রামানিককে প্রধান আসামী করে অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করে পাংশা থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেন।

পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা দিপঙ্কর কুমার বিশ্বাস অভিযান চালিয়ে অসিত কুমার প্রামানিক (৫২) নামে এজাহার নামীয় একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুতই হত্যার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামীরা গ্রেপ্তার হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা