সমাপ্ত হয়েছে দেশেজুড়ে PKCSBD ক্রিকেট ট্যালেন্ট হান্ট-১ম পর্বের কার্যক্রম। ‘‘মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে’’ এই শ্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড।
প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ যার সংক্ষিপ্ত রূপ PKCSBD, এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটির ১ম পর্ব শুরু হয় ২০১৯ সালে এবং শেষ হয় ২০২২ সালের মার্চে। ১২ থেকে ২০ বছর বয়সী ছাত্রদের মধ্য থেকে তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ট্যালেন্ট বাছাই করা হয়। বয়স ভিত্তিক প্রতিটি গ্রুপ থেকে ৮৮ জন করে তিনটি গ্রুপ থেকে মোট ২৬৪ জন ক্ষুদে ও প্রতিশ্রুতিশীল উদীয়মান মেধাবী ক্রিকেটার উত্তীর্ণ হয়।
উপজেলা, জেলা ও বিভাগীয় রাউন্ডের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ের মেধাবীদের বাছাই করার মাধ্যমে সমাপ্ত হয় এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমটি। এই কার্যক্রমের সঙ্গে প্রথম থেকেই যুক্ত থাকেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি।
ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যালেন্ট হান্ট-১ম পর্বে জাতীয় লেভেলে উত্তীর্ণদের চলতি বছরের মে মাসের ২৭ তারিখ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘর (শাহবাগ) এর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী সময়ে উত্তীর্ণদের ক্ষুদে থেকে পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত ক্রিকেট ম্যাচ খেলানো হবে এবং পর্যাপ্ত ট্রেনিং ক্যাম্প পরিচালনা করা হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছে, উক্ত অনুষ্ঠানে ট্যালেন্ট হান্ট-২য় পর্বের ঘোষণা আসতে চলেছে একইসাথে প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা প্ল্যাটফর্ম যার মাধ্যমে প্রতিটি ম্যাচের বল বাই বল লাইভ কমেন্ট্রি সরাসরি সম্প্রচার করা হবে তেমন ওয়েবসাইটেরও শুভ উদ্বোধন করা হবে। প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে ক্রিকেটারও সুফল পেতে যাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। ওয়েবসাইটের নামকরণ করা হয়েছে ক্রিকম্যাচ ডট কম।
জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ২৬৪ জন ক্ষুদে ক্রিকেটারদের পরিণত এবং পেশাদার ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রিকম্যাচ ডট কম ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা হলেও সারাদেশের সকল সম্ভাবনাময় ক্ষুদে ক্রিকেটার টি১০, টি২০,ওয়ানডে, টেষ্ট প্রতিটি ফরমেটে ম্যাচ খেলে পরিণত এবং প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেতে যাচ্ছে। ক্রিকম্যাচ ডট কম ওয়েবসাইটে পরিচালিত সকল ম্যাচের রান, উইকেটসহ প্রত্যেক প্লেয়ারের সকল তথ্য অনলাইন ডেটাবেজে সংরক্ষিত থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়