শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সভাপতিত্বে এমপিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৪ জুলাই)। বৈঠকে নীতিমালার মধ্যে থেকেই স্কুল-কলেজ মাদরাসা এমপিওভু্ক্ত করার কথা বলা হয়।
তবে চর, হাওড়-বাওড়, দুর্গম ও পাহড়ী এলাকা এবং প্রতিবন্ধীদের জন্য নীতিমালার ভেতরে থেকেই শর্ত শিথিল করার বিষয়ে নানা আলোচনা হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেয়া যায় কিনা তা নিয়েও আলোচনা হয়।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন ও কারিগরি বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ ও মন্ত্রণালয়ের একাধিক অতিরিক্তসচিবসহ মোট আটজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
একজন অতিরিক্ত সচিব বলেন, আমরা আজ মন্ত্রী মহোদয়কে সব বিষয়ে অবহিত করলাম, নানা বিশ্লেষণ হলো, ফের বৈঠক হবে। নীতিমালার ভেতরে থেকেই সবকিছু করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।