দিনাজপুরঃ জেলার বিরামপুরে এক মাদরাসার ছয় ছাত্রী লিচু খেয়ে পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পৌর এলাকার গড়েরপাড় দারুস সালাম সালাফিয়া বালিকা মাদরাসার পরিচালক আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকালে মাদরাসার চতুর্থ শ্রেণির ছয় ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীরা হলো, রাফিয়া, নাজনীন, ফারিয়া, নামিশা, ছায়মা ও আলিফা। তারা কওমি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিচালক আবু তাহের জানান, দারুস সালাম সালাফিয়া বালিকা মাদরাসায় কওমি শ্রেণিতে ৩০ জন মেয়ে শিশু রয়েছে। তাদের মধ্যে ২৫ জন মাদরাসার আবাসিকে থেকে লেখাপড়া করে। সোমবার সন্ধ্যায় শিশুরা লিচু খেয়েছিল। পরে মঙ্গলবার সকালে আবাসিকের কওমি চতুর্থ শ্রেণির ছয় ছাত্রীর পেট ব্যথা ও মাথা ব্যথা শুরু হয়। এ সময় তাদের দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে চিকিৎসক জানিয়েছেন তারা এখন ভালো আছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান জানান, মঙ্গলবার ভর্তির সঙ্গে সঙ্গে শিশুদের স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়