মাদরাসা শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের এপ্রিল/২০২৩ মাসের বেতন-ভাতাদি‘র সরকারি অংশের ৪ টি চেক অনুদানের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ আগামী ১০/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল/২০২৩ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বুধবার মাদরাসা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

স্মারক নং- 57.25.0000.011.06.002.21-108 তারিখ: ০৩/০৫/২০২৩খ্রি.।

প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

মাদরাসা অধিপতরের আওতাধীনবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী ব্যাংকে জমা দেয়া হয়। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালযে হস্তান্তর করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা