চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ডে বাবার লাশ দাফন করেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থী সাদিয়া আকতার মুমু। অশ্রুসজল চোখে পরীক্ষা দেওয়ার সময় মুমু বারবার চোখ মুছছিল।
বুধবার (৩ মে) উপজেলার ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের (সাব সেন্টার) পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। মুমু চলতি বছর ভাটিয়ারীর সাজেদা আলম বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার বাবার নাম মোহাম্মদ লোকমান। মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন মেয়ে সাদিয়া আক্তার মুমুকে মোটরসাইকেলযোগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি বাস মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহতবস্থায় হাসপাতালে মারা যান।
দেশজুড়ে শুরু হওয়া এসএসসি পরিক্ষার প্রথমদিন থেকে মুমু বাবার সাথে মোটরসাইকেলে করে হাসিমুখে পরীক্ষা কেন্দ্রে যেতো। বুধবার চোখ মুচতে মুচতে পরীক্ষা দিতে ঘর থেকে বের হয় সাদিয়া আক্তার মুমু।
উপজেলা শিক্ষা অফিসার মো. নুরচ্ছফা বলেন, ‘আমি সাদিয়া আক্তারের বিষয়টা শুনেছি। ঘটনাটি অনেক কষ্টের। তবে সে যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে খোঁজ নিতে আমি পরীক্ষা কেন্দ্রে গিয়েছি।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা