বশেমুরবিপ্রবিতে ১৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ম্যুরাল নির্মিত

ফয়সাল হাবিব সানি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নির্মিত হতে যাচ্ছে ১৫ কোটি টাকা অর্থায়নে বঙ্গবন্ধু ম্যুরাল। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণের সত্যতা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর (প্লানিং) তহিন মাহমুদ শিক্ষাবার্তাকে বলেন, প্রায় দুই শতাধিক বিদেশী শিক্ষার্থীসহ এখানে অধ্যয়নরত ১২ হাজার শিক্ষার্থীর সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের নিমিত্তে ২৫০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

এইসকল উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬০ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন (৩) স্থাপন, ২৩ কোটি টাকা ব্যয়ে চারশত আসন বিশিষ্ট একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল স্থাপন, ১০ কোটি টাকা ব্যয়ে সিনিয়র শিক্ষকদের জন্য কোয়াটার স্থাপন ও ৫ কোটি টাকা ব্যয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোয়াটার স্থাপন উল্লেখযোগ্য।