পাওনা টাকা চাওয়ায় স্কুল শিক্ষককে মারধর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় আব্দুল কাদের ভূঁইয়া (৪৮) নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। আব্দুল কাদের ভূঁইয়া উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশি গ্রামের বাসিন্দা। তিনি বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

আব্দুল কাদের ভূঁইয়া বলেন, ‘বকশিবাড়ী গ্রামের মাটি ব্যবসায়ী মুক্তার হোসেনের কাছে ৩ লাখ টাকায় পুকুর খননের মাটি বিক্রি করেছি। চুক্তি অনুযায়ী মাটির টাকা পরিশোধ করার কথা থাকলেও মুক্তার হোসেন বিভিন্ন টালবাহানা করে মাটি কেটে নিয়ে যান। গতকাল বিকেল ৩টায় বকশিয়াবাড়ী কুরুম মার্কেটের সামনে মোক্তার হোসেনের সঙ্গে আমার দেখা হয়। এ সময় আমি তার কাছে পাওনা টাকা চাওয়ায় মোক্তার কাঠের বাটাম দিয়ে আমাকে মারধর শুরু করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন।’

অভিযুক্ত মাটি ব্যবসায়ী মোক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় স্কুলশিক্ষক কাদের ভূঁইয়া বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়