দুমকিতে জাল সনদে চাকরি করছেন তিন শিক্ষক

জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার দুমকির আজিজ আহম্মেদ কলেজের ২জন ও জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষকের সনদ জাল এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রনালয়।

এতে তাদের এমপিও বন্ধ করা, চাকরিচ্যুত করা, গ্রহনকৃত বেতন ভাতাদি ফেরত দেয়া এবং আইনি ব্যবস্থা গ্রহনসহ সাত দফা ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, আজিজ আহমেদ কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাহমুদ পারভেজ ও সংস্কৃত বিষয়ের প্রভাষক শুভংকর মজুমদার এবং জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মাহমুদা বেগম, ইনডেক্স নং ১০৫০১০১ এর সনদ জাল ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক বলেন, তারা(মাহমুদ পারভেজ ও শুভঙ্কর মজুমদার) অনেক আগেই চাকরি ছেড়ে চলে গেছেন এবং তারা তখন এমপিও ভুক্ত হননি।

জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষিবিদ ইউসুফ আলী শিক্ষাবার্তাকে বলেন, মাহমুদা অনেক আগেই চাকরি ছেড়ে গেছেন।

এমপিও ভুক্ত শিক্ষক হিসেবে তার বেতন ভাতাদি রাস্ট্রীয় কোষাগারে ফেরত দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাকরি করলে গ্রহনকৃত অর্থ ফেরত চাওয়া যায়, চাকরি না করলে কিভাবে চাইবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নেসা ইয়াসমিন বলেন, আমি এখানে আসার আগেই তারা চাকরি ছেড়ে চলে গেছেন।

উল্লেখ্য, গত ১৮ই মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারি সচিব মোঃ সেলিম সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এর আগে গত ০৮/০২/২৩ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ এবং সনদ প্রদানকারী বিভাগের সমন্বয়ে অভিযুক্ত শিক্ষক /কর্মচারীদের সনদ যাচাই করে মোট ৬৭৮ জনের সনদ চুড়ান্ত ভাবে জাল ঘোষণা করা হয়

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়