দুই শিক্ষককে অব্যাহতি

এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা,

গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

পলাশবাড়ী উপজেলার পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা চলাকালে তাদেরকে অব্যাহতি দেয়া হয়।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক আব্দুল্লাহ আল মতি ও গিধারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) শিউলি বেগম।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘দায়িত্বরত শিক্ষকদের কক্ষে একাধিক শিক্ষার্থী নৈর্ব্যত্তিকের একই সেট পূরণ করে পরীক্ষা দিচ্ছিল এবং একে অপরের সঙ্গে স্বাভাবিক অবস্থার মতো কথা বলছিল। শিক্ষক দুজনে সঠিক দায়িত্ব পালনের বিপরীতে দায়িত্বে অবহেলা করেছেন এবং এমন কর্মকাণ্ড করতে পরীক্ষার্থীদের সহযোগিতা করেছেন। ফলে তাদের দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি দেয়া হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা