ঢাকা কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উর্ধবতন বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে ছিলেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে সই করেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আগামী ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এই কর্মকর্তা আবশ্যিকভাবে তার পিডিএস ও লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।