ডিসিকে ‘স্যার ডাকতে বাধ্য’ করার বিষয়টি খতিয়ে দেখবে মন্ত্রিপরিষদ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুককে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ‘স্যার ডাকতে বাধ্য’ করার অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) হেলাল মাহমুদ শরীফ শুক্রবার (২৪ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোনো লিখিত অভিযোগ না পেলেও পত্রপত্রিকার মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের নজরে এসেছে। তাই ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

গত মঙ্গলবার (২২ মার্চ) রাতে শিক্ষক উমর ফারুক জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের বিরুদ্ধে স্যার ডাকতে বাধ্য করার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। দেড় ঘণ্টা পর ঘটনাস্থল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান ফটকে জেলা প্রশাসক এসে দুঃখ প্রকাশ করেন। এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন ওই শিক্ষক।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রতিবাদ বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ‘উমর ফারুককে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ‘স্যার’ ডাকতে বাধ্য করার ঘটনায় বেরোবি শিক্ষক সমাজ অত্যন্ত ব্যথিত, বিব্রত ও ক্ষুব্ধ। একজন জেলা প্রশাসকের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে শিক্ষক সমিতি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।