ঝিনাইগাতীবাসীর ৫২ বছরের আক্ষেপ কী পূরণ হবে ?

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইগাতী থেকে নৌকায় আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের মনোনয়ন চান উপজেলাবাসী

শেরপুরঃ রূপকল্প-২০৪১ নিয়ে এগোচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। আগে স্বপ্ব ছিল ডিজিটাল বাংলাদেশের, এখন  এটি বাস্তব। এখন আওয়ামী লীগ সরকার স্বপ্ন দেখছে স্মার্ট বাংলাদেশের। আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে শিক্ষা খাতকে স্মার্ট করতে হবে। আর শিক্ষা খাতকে স্মার্ট করতে সরকারের সারথি হতে চান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী- শ্রীবরদী) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চান শিক্ষাবান্ধব এই নেতা। 

আলহাজ্ব এস.এম. ওয়ারেজ নাইম মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম টানা চতুর্থবারের মতো ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। পরীক্ষিত এই নেতাকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে ঝিনাগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়জুক্ত হন। বর্তমানে তিনি ঝিনাগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্বপালন করছেন।

উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ময়ময়নসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুধু ঝিনাইগাতী উপজেলাকেই স্মার্ট করতে নয় তিনি ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সর্বসাধারণকে সাথে নিয়ে সারথি হতে চান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।

ঝিনাইগাতি উপজেলার আর্থিকভাবে পিছিয়ে পরা শিক্ষার্থীদের পাশে সর্বদাই ছায়া হয়ে উপজেলার শিক্ষাখাতকে এগিয়ে নিতে সর্বদা নজর রেখেছেন তিনি। সম্প্রতি ঝিনাইগাতীর দরিদ্র মেধাবী ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ইসলামী স্টাডিজের ছাত্র মাসুদ রানা কিডনিজনিত সমস্যার কারণে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার চিকিৎসার জন্যে আর্থিক সহযোগিতা কামনা করলে সেটা দেখে সঙ্গে সঙ্গে তাকে দেখতে যান এবং আর্থিক সহযোগিতা নিয়ে তাঁর পাশে দাঁড়ান তিনি।

ঝিনাইগাতী উপজেলায় স্নাতক (সম্মান) পর্যায়ের পড়াশোর জন্য কোন কলেজ না থাকায় ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে স্নাতক চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান কলেজটিতে পরিদর্শনে নিয়ে যান কলেজটির গভর্নিং বডির সভাপতি দায়িত্বে থাকা এই জনবান্ধব নেতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা দিয়েছেন দ্রুতই এই কলেজটিতে স্নাতক (সম্মান) শ্রেণির চালু করবেন। 

রাংটিয়া উচ্চ বিদ্যালয়, ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ধানশাইল মহিলা মাদ্রাসা, বনগাঁও নয়াপাড়া দ্বীনিয়া ও ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজসহ একাধিক স্কুল কলেজ ও মাদরাসার উন্নয়নে তিনি ব্যাপক নজির স্থাপন করেছেন।

ছাত্রজীবনে ৯০-এর স্বৈরাচার ও রাজাকার হটাও আন্দোলন এবং পরবর্তীতে ঝিনাইগাতী আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫টি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ২০০২ সালে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ও ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়ে দলকে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত করে তোলেন। তিনিই একমাত্র নেতা যিনি ওয়ার্ড পর্যায় থেকে  শুরু করে উপজেলার প্রতিটি নেতা কর্মীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রাখেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলকে পরিচালনার ক্ষেত্রে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচেষ্ট হয়েছেন তেমনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি (উপজেলা চেয়ারম্যান) হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে চলেছেন। অবহেলিত উপজেলার কাঙ্খিত উন্নয়নসহ রাতদিন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

স্বাধীনতার ৫২ বছর পার হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও ঝিনাইগাতী থেকে আজ পর্যন্ত জাতীয় সংসদে পা রাখেননি এই উপজেলার কোন নেতা। ঝিনাইগাতীবাসীর আশা এইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনাইগাতী থেকে আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে নৌকার মনোয়ন দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ করে দেবেন। তাঁরা মনে করেন, তিনি নৌকার মনোনয়ন পেলে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে ঝিনাইগাতীবাসীর জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়