গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৩৮২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রী ও ব্যক্তিবর্গের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ এবং আর্থিক/চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা নতুন অডিটারিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, এমপি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এবিএম কামরুজ্জামান বকুলের সঞ্চলণায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজউদ্দিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম।
বিশ্ববিদ্যলয়ের ৩১ জন শিক্ষার্থীকে ৩ হাজার ৫শ টাকা, ৫০ কলেজ শিক্ষার্থীকে ২ হাজার টাকা ১০১ জন স্কুল শিক্ষার্থীকে ১ হাজার ৫শ টাকা এবং প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীকে ৭০০ টাকা করে সর্বমোট ৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া ২০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।