অনলাইন ডেস্ক।।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এ নৌকাবাইচের আয়োজন করে। এ নৌকাবাইচে নারীদের চারটি নৌকাসহ দেশের বিভিন্ন এলাকার ১৮টি অংশগ্রহণ করে। এরমধ্যে টালাই গ্রুপে ৩টি নৌকা, কালাই গ্রুপে-১০টি, মহিলা গ্রুপে-৩ টি এবং নতুন সংযোজন মাদারীপুরের ২টি গয়না নৌকা।
শনিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় শেখ রাসেল সেতু প্রাঙ্গণে খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের উদ্বোধন ও বাইচ শেষে শহরের বাঁধাঘাট চত্বরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।