পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসিতে উপজেলার ০৬টি কলেজের মধ্যে রেজাল্টে শীর্ষে আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে ১২জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৩২ ভাগ।
উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এ কলেজের ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসে হার ৯৬ দশমিক ৫৫ ভাগ। এ কলেজের মানবিক বিভাগে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ। এ কলেজের ৪১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৭ জন পাস করেছে। এ কলেজের তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯০ দশমিক ৮৪ শতাংশ।
ফলে চতুর্থ অবস্থানে রয়েছে কলাপাড়া পৌর শহরের কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ। এ কলেজের ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ২৯ শতাংশ। পঞ্চম অবস্থানে রয়েছে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। এ কলেজের ৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৬ দশমিক ৪৫ ভাগ। গত বছর কলেজটি সরকারিকরণ হয়।
ফলের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে ধানখালী ডিগ্রি কলেজ। এ কলেজের ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৩৮ দশমিক ৩৮ ভাগ। ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, কলাপাড়া শহরের চেয়ে গ্রামের প্রতিষ্ঠানগুলো ভালো ফল করেছে।
আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা আক্তার বলেন, ‘শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীকে সব সময় অন্তরিকভাবে দিকনির্দেশনা দিয়ে থাকেন। এ কারণে ফলাফল ভালো হয়েছে।’
অপরদিকে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বশির আহমেদ বলেন, ‘এ বছরের ব্যাচ খারাপ থাকায় কলেজের ফল খারাপ হয়েছে।’
বুধবার(১৭ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এ তথ্য জানা যায়।
####