উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে পিটানোর অভিযোগ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ১০ শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা পিটিয়ে আহত করেছে বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুলাই) সকালে স্কুলের ভেতরেই এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সায়েম নামের এক অভিভাবক বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করলে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একবি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মনির (৪৫) ও তার ভাই আনোয়ার হোসেন (৩৬)কে আটক করেছে পুলিশ। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কোন ভাবে ছাড় দেয়া হবে না।
সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনা খুবই দুঃখজনক। বহিরাগত লোকজন স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর করেছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।