ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ অর্থসালের সংশোধিত এবং ২০১৯-২০২০ অর্থসালের মূল বাজেট হস্তান্তর করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে উপাচর্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী এবং সহ-উপাচর্য অধ্যাপক শাহিনুর রহমান-এর নিকট হস্তান্তর করেছেন ট্রেজারার অধ্যাপক সেলিম তোহা। বিকেল সাড়ে তিনটার দিকে বাজেট-বই হস্তান্তরকালে হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) ছিদ্দিক উল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১৮-২০১৯ অর্থসালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিকট ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২২৩ কোটি ৪১ লক্ষ টাকার বিপরীতে কমিশন ১৩৮ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়। ২০১৯-২০২০ অর্থসালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লক্ষ টাকার বিপরীতে কমিশন ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।
১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত ২৩টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা।
এদিকে একই সময়ে ২০১৯-২০ অর্থবছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে প্রশাসন। অধ্যাপক হারুন উর রশিদ আসকারী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। এসময় দেয়াল ক্যালেন্ডার এবং ডেস্ক ও টেবিল ক্যালেন্ডার প্রকাশ করা হয়।