‘অধ্যাপক’ হলেন তিতুমীর কলেজের যে ১৩ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষক-শিক্ষিকা।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অর্থনীতি, পদার্থবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দুইজন এবং ইংরেজি, পরিসংখ্যান, প্রাণিবিজ্ঞান, বাংলা, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ থেকে একজন করে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন।

জানা গেছে, সারা দেশে বিসিএস শিক্ষা ক্যাডারে একসঙ্গে বিভিন্ন বিষয়ের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৬৮৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সরকারি তিতুমীর কলেজ থেকে পদোন্নতি পাওয়া শিক্ষকরা হলেন- মমতাজ আরা বেগম (অর্থনীতি বিভাগ), ফারাহ চৌধুরী (ইংরেজি বিভাগ), রিজাউল হক (পদার্থবিজ্ঞান বিভাগ), অশোক কুমার ব্রম্মচারী (পদার্থবিজ্ঞান বিভাগ), কাজী ফয়জুর রহমান (পরিসংখ্যান বিভাগ), জাকিয়া ফেরদৌসী (প্রাণিবিজ্ঞান বিভাগ), আরিফা সুলতানা (বাংলা বিভাগ), সিরাজুম মুনিরা (ব্যবস্থাপনা বিভাগ), ড. মো. সোলায়মান আলী (মনোবিজ্ঞান বিভাগ), কানিজ তাহামিনা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), ফাহমিদা আক্তার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), তাহমিনা আখতার (সমাজবিজ্ঞান বিভাগ), ফাতেমা হোসনে আরা (অর্থনীতি বিভাগ)।

পদোন্নতি পাওয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার বলেন, যারা আমাদের পদোন্নতির জন্য সহায়তা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। বেশ কজন সহকর্মীদেরকেও কৃতজ্ঞতা জানাই। এই পথ বন্ধুর পথ। শুরু থেকে অনেক ঝড়-ঝঞ্ঝার পথ পার হয়ে এই পর্যন্ত এসেছি। পদোন্নতি পেয়ে দায়িত্ব বেড়ে গিয়েছে। আমাকে আরো যোগ্য হতে হবে। কারণ অধ্যাপক পদটি শিক্ষা ক্যাডারের শীর্ষ পদ। আমাদের থেকে তরুণরা শিক্ষা নিবে। সহকর্মীদের সবার সহযোগিতা ও দোয়া চাই।

প্রসঙ্গত, সাত কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ থেকে ২৩ জন, সরকারি বাঙলা কলেজ থেকে ১৮ জন, ঢাকা কলেজ থেকে ১৭ জন, সরকারি তিতুমীর কলেজ থেকে ১৬ জন, কবি নজরুল সরকারি কলেজ থেকে ১০ জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ থেকে ১২ জনসহ মোট ৯৬ জনকে ‘অধ্যাপক’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়