শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪

সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে ডলার বিক্রির লাভে সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এবার সেই সীমা বেঁধে দেওয়া হলো দেশের মানি এক্সচেঞ্জগুলোকে।

ব্যাংকগুলো যে দরে নগদ ডলার বিক্রি করবে সেটির সঙ্গে সর্বোচ্চ দেড় টাকা যোগ করে এখন থেকে ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে খোলা বাজারে বৈদেশিক মুদ্রা বিক্রয়কারীদের সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এবিবি ও বাফেদার সঙ্গে মিটিং করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হলো- ব্যাংকগুলো যে দামে রেমিট্যান্স ও রপ্তানি বিল আনবে তার থেকে সর্বোচ্চ এক টাকা বেশি দরে ডলার বিক্রি করবে। এ ব্যাপারে নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে। মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন সঙ্গে মিটিং করে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যাংকের এভারেজ রেট থেকে তারা এক টাকা বাড়তি দামে ডলার কিনবে। পরবর্তী সময়ে বিক্রির ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউজগুলো সর্বোচ্চ এক থেকে দেড় টাকা পর্যন্ত মুনাফা করতে পারবে।

গত কয়েক মাস থেকে সরবরাহ সঙ্কটে ডলারের দাম ক্রমাগত চড়ছে। প্রতিনিয়ত টাকার অবমূল্যায়ন করে এবং ডলার বিক্রি করেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নেওয়া ধারাবাহিক বিভিন্ন পদক্ষেপ ও নীতি ছাড়ের পরও সঙ্কট কাটছে না।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে নেওয়া নতুন এ সিদ্ধান্তের পর মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর মুনাফা করতে হলে খোলা বাজার থেকে অনেক উচ্চ দরে ডলার কেনার পথ বন্ধ হবে। কেননা এখন থেকে মানি চেঞ্জারদের ব্যাংকের নগদ বিক্রির দরের চেয়ে দেড় টাকা বেশি নেওয়ার সুযোগ থাকবে না।

লঞ্চের পর এবার ফেরির ভাড়াও বাড়ানো হয়েছে। দেশের সব রুটের ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে এ নিয়ে দুই মাসের ব্যবধানে ৪০ শতাংশ ভাড়া বাড়ানো হলো।এর আগে গত ১৬ জুন ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শামীম আল রাজী জানান, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে- তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। আগামীকাল (বুধবার) সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী যানবাহনের জন্য ৮৮০ টাকা, বড় বাসের জন্য ২ হাজার ১০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১০০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০ টাকা করে ভাড়া দিতে হয়। বুধবার থেকে এই ভাড়ার সঙ্গে যানবাহনপ্রতি ২০ শতাংশ ভাড়া বেশি দিতে হবে।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, এখন পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া— এই ৬ রুটে ফেরি চলাচল করে।

ময়মনসিংহের ভালুকায় হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

১৫ আগস্ট (সোমবার) সকালে বিদ্যালয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, ভাষণ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, তাতীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম বাচ্চু সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

সোমবার (১৫ আগস্ট) সকালে একটি শোক পদযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’-এ গিয়ে ভাস্কর্যের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৌমিত্র শেখর। এ সময় আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যান্যরা। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন হল প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাখা ছাত্রলীগ, প্রেসক্লাবসহ অন্যান্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রাজনৈতিক অভিঘাত বাঙালিদের জন্য ছিল খুবই বেদনাদায়ক। ১৫ আগস্টের পর রাষ্ট্রীয় ও সামাজিকভাবে রাতারাতি বাইরে আসে ষড়যন্ত্রকারীরা। সত্তরের দশকের ৫ বছর আর পুরো আশির দশক চলে মিথ্যার বেসাতি। জিয়াউর রহমান, বিচারপতি আবদুস সাত্তার, এইচ এম এরশাদ সবাই মূলত একই রাজনীতির ধারা প্রবাহিত করে গেছেন এবং সেটি হলো বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নের একেবারে বিপরীত ধারা। ফলে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ১৫ বছর ছিল বঙ্গবন্ধুর লালিত মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আদর্শ ধ্বংসের জন্য তাদের যুগপৎ প্রত্যক্ষ চেষ্টা।

হৃদয় (২৫) ও রিয়া মনির (২১) বিয়ে হয়েছে শনিবার। সোমবার স্বজনেরা নবদম্পতিকে নিয়ে কনের বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে উত্তরার জসিমউদ্দিন মোড় সংলগ্ন সড়কে বিআরটির প্রকল্পের গার্ডার পড়ে তাদের প্রাইভেটকারের ওপর।

প্রাইভেটকারে আরোহী ছিলেন সাত জন বলে স্বজনরা জানায়। তারা হলেন- হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া। নব দম্পতিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্বজনেরা জানান, শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। তারা সোমবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখান থানার কাওলা আফিল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। আর কনে রিয়া মনির বাড়ি আশুলিয়ার খেজুরবাগানে আসরাফউদ্দিন চেয়ারম্যান বাড়ি এলাকায়।

হৃদয়ের চাচাতো ভাই রাকিব (১৯) বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। কিন্তু এতো সময় পরও গাড়ি থেকে মরদেহগুলো বের করতে পারেননি উদ্ধারকারীরা। ভেতরে যদি কেউ বেঁচে থেকেও থাকেন তাহলে এতোক্ষণে মারা গেছেন। রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার কীভাবে এভাবে অব্যবস্থাপনার মধ্যে কাজ করছে? আমরা কার কাছে বিচার দিব! আমাদের অন্তত লাশগুলো বের করে দিক। কিন্তু এখানে তো কোনো উন্নত যন্ত্রপাতি নেই।’

দুর্ঘটনাস্থলে স্বজনেরা আসছেন। তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা লিভার দিয়ে গার্ডার উঁচুর করে তুলে গাড়ি বের করার চেষ্টা করছেন। তবে দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টায়ও গার্ডার সরেনি। এখন ক্রেন আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পরিবারে যার নুন আনতে পান্তা ফুরানোর দশা- তিনিই প্রতিদিন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বিনা ভাড়ায় বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন।

শিক্ষানুরাগী এই ব্যক্তির নাম রতন মিয়া। তিনি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার-ইজ্জতপুর রুটের ‘যাত্রীসেবা পরিবহন’ অটোচালক।

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ও শ্রীপুরের শেষ সীমানায় একটি বনের ভেতর বসবাসরত সফিজ উদ্দিনের দেওয়া ছাপড়া ঘরে পরিবার নিয়ে থাকেন রতন মিয়া (৩৫)।

জানা যায়, শিশু বয়সে শিক্ষক বাবা আব্দুর রহমানের মৃত্যুর পর অভাবের সংসারে অনাহারে অর্ধাহারে জীবন কেটেছে রতন মিয়ার। কাজের সন্ধানে ২৫ বছর আগে এসেছেন গাজীপুরে। দু‘মুঠো ভাতের জন্য নানা ধরনের কাজও করেছেন রতন। অবশেষে এনজিওর ঋণের টাকায় কেনা অটো চালিয়ে কোনোমতে টেনেটুনে চলছে তার সংসার।

কিস্তির টাকা পরিশোধের জন্য রাতদিন পরিশ্রম করলেও বাদ দেননি মানবসেবা। দীর্ঘদিন ধরেই তার গাড়িতে কোনো শিক্ষার্থী উঠলে নিচ্ছেন না কোনো ভাড়া। শুধু তাই নয়, অটোর সামনে লিখে দেওয়া হয়েছে- ‘শিক্ষার্থীদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’। বিগত ৫ বছর ধরে এ সেবা দিয়ে আসছেন রতন মিয়া।

রোববার দুপুরে তিনি জানিয়েছেন এমন উদ্যোগের পেছনের গল্প। এ সময় অশ্রু টলটল চোখে তিনি বলেন, মাত্র ১০ বছর বয়সে পিতৃহারা হয়ে অর্থের অভাবে শিক্ষা বঞ্চিত হয়েছি। তাই প্রতিজ্ঞা করেছিলাম আমার মতো কেউ যেন আর শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এজন্যই বিনা ভাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বহন করি। তাদের যত মাইল দূরেই যাত্রা হোক না কেন, ভাড়া লাগবে না।

অভাবের সংসার চালাতে হিমশিম খেলেও রতনের এমন মহৎ কাজে খুশি তার স্ত্রী মাসুদা আক্তারও। মাসুদা বলেন, অন্যের জমিতে ছাপড়া ঘরে কষ্টে বসবাস করলেও শিক্ষার ক্ষেত্রে স্বামীর এমন ত্যাগে আমি তৃপ্তি পাই।

রতনের এমন মহৎ সেবায় তার প্রতি ভালোবাসার কথা জানালেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। স্থানীয় এক হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহ বলেন, রতনের এমন কাজে আল্লাহ উনাকে অবশ্যই জাজাকাল্লাহ খাইরান দান করবেন। বর্তমান সময়ে রতনের মতো বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন রতন জন্ম হোক এটাই কামনা করি।

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার জানায়, রাস্তায় পেলে আমাদের ডাক দিয়ে তার গাড়িতে উঠিয়ে নেন রতন কাকু। ভাড়া দিলেও নেন না।

নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আলামিন জানায়, রতন মামার গাড়ি দিয়ে ৩ বছর ধরে চলছি। মামা খুব আদর করেন আমাদের।

আলম মোল্লা নামে এক অভিভাবক বলেন, রতন নিজের সংসার চালাতে হিমশিম খেলেও ছাত্রছাত্রীদের বিনা ভাড়ায় স্কুলে যেতে সহযোগিতা করে, যা মহৎ কাজ। তার থেকে শিখলাম যে, যার যা আছে তা দিয়েই মানবসেবা করা যায়।

শিক্ষানুরাগী রতন মিয়ার এমন ত্যাগের প্রশংসা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন বলেন, শিক্ষার প্রসারে এটি অবশ্যই একটি অনুকরণীয় দৃষ্টান্ত। রতনের ছেলে-মেয়েকে আমার সাধ্য অনুযায়ী পড়াশোনার জন্য সহযোগিতা করব।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী বলেন, এটাই মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। সমাজকে আলোকিত করতে রতনের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।-সূত্র:যুগান্তর

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয় সমূহের ২০২১-২০২২ শিক্ষাক্রমে প্রথমবর্ষের স্নাতক(সম্মান) ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা শনিবার(১৩ আগস্ট) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে দুই হাজার ১২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক(সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

নগদ ডলার বেচাকেনায় মানিচেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরতা কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাধারণ শাখায় নগদ ডলার বেচাকেনার অনুমোদন দেওয়া হবে। এ বিষয়ে ব্যাংক কোনো শাখায় ডলার বেচাকেনা করবে সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংককে তালিকা পাঠিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বর্তমানে কেবল বৈদেশিক মুদ্রা বেচাকেনার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত শাখাগুলোই (এডি শাখা) কেবল ডলার বেচাকেনা করতে পারে। অন্য কোনো শাখা ডলার কেনাবেচা করতে পারে না। যে কারণে ব্যাংকে ডলার কেনাবেচা করতে হলে এডি শাখায় যেতে হয়। সর্বত্র এডি শাখাও নেই। ফলে অনেকেই নগদ ডলার বেচাকেনার জন্য মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে যায়। এতে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো ডলারের দাম বাড়ায় বা কমায়। সম্প্রতি ডলারের দাম বাড়ার নেপথ্যে অন্যতম ভূমিকা রেখে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো। কেননা তাদের শাখা উপশাখা দেশের সর্বত্র ছড়িয়েং ছিটিয়ে রয়েছে।

এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ব্যাংকের এডি শাখার পাশাপাশি সাধারণ শাখাগুলোতে নগদ ডলার বেচাকেনা হবে। একইসঙ্গে পাসপোর্টে ডলার এন্ড্রোর্সমেন্টও করা যাবে। তবে সব সাধারণ শাখায়ই ডলার বেচাকেনা করা যাবে না। ব্যাংকগুলো যেসব শাখায় নগদ ডলার বেচাকেনা করতে চায় ওইসব শাখার একটি তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে তার অনুমোদন নিতে হবে। তারপর থেকে ওইসব শাখায় ডলার কেনাবেচা করা যাবে। যেসব শাখায় ডলার বেচাকেনা হবে সেগুলোর নাম প্রচার করে গ্রাহকদের জানাতে হবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১–এর ভর্তি পরীক্ষা আজ (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট পাচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এই ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ১২৮৬৩ জন, এবার আবেদনকৃত সকল শিক্ষার্থী-ই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও উপস্থিত ছিলেন ৮,১০৪ জন, বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান।

এবার ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ প্রতি আসনের জন্য এখন ১৩.৫০ জন লড়াই করবেন এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ ৩১ আগস্ট।

পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড মশিউর রহমান খান বলেন, ‘ক্যাম্পাসের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। পরীক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে ‌অংশগ্রহণ করেছে। তাদের উপস্থিতিও ছিল খুব ভালো।’

ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এবং ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হয়েছে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে, ছিলো না কোন এমসিকিউ টাইপ প্রশ্ন।

চলছে শোকের মাস আগস্ট। নানাভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে জাতি। জাতির পিতার ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে 'বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক পুস্তক প্রদর্শনী' শুরু হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ পুস্তক প্রদর্শনী শুরু হয়েছে। এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক নানা পুস্তক প্রদর্শন করছে গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কবি নজরুল ইনস্টিটিউট ও বাংলাদেশের কপিরাইট অফিস।

প্রধান অতিথি হিসেবে এ পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আবুল মনসুর।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. জাকীর হোসেন, আর্কাইভস ও গ্রন্থাগারের মহাপরিচালক ফরিদ আহমেদ ভুঁইয়া, বাংলাদেশের শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক।

কেএম খালিদ বলেন, ভারতবর্ষের সব ইতিহাসকে ছাপিয়ে গেছে বঙ্গবন্ধুর ইতিহাস। তিনি তার সারাটি জীবন জাতির জন্য ত্যাগ স্বীকার করে গেছেন।
তিনি আরও বলেন, এই আয়োজনটি গতানুগতিক আয়োজনের বিশেষ আয়োজন। আমরা চাইব এমন আয়োজন আগামীতে ৬৪ জেলায় হোক।

মো. আবুল মনসুর বলেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে বইয়ের কোনো বিকল্প নেই। সেদিক থেকে এই আয়োজন অনন্য।
আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ প্রদর্শনী। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

“ইংলিশ এডুকেশন অব উইমেন এট দি ইউনিভার্সিটি লেভেল ইন দ্য কনটেক্সট অব খুলনা ডিভিশনঃ আ স্টাডি ফ্রম দি ফেমিনিস্ট পারসপেকটিভ” শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এ্যান্ড বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো: শহিদুল ইসলাম।

মঙ্গলবার (০৯-০৮-২০২২) অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ২৫৫তম সভায় এ ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। এর আগে একাডেমিক কাউন্সিলেও গৃহীত হয় অভিসন্দর্ভটি। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক, ড. মো: মনিরুজ্জামান। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ও পিয়ার রিভিউড জার্নালে তার ১৭টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি সবার নিকট দোয়া প্রার্থী।

আ ফ ম মশিউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এমফিল ডিগ্রি লাভ করেছেন।
গত ৯ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়েছে। তার গবেষণার বিষয় ছিল ক্লোজিং দ্য ডোর : আ ভয়েস ফ্রম ইবসেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মেহের আলীর তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।

তিনি শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল হোসাইন ও শাহিদা বেগমের কনিষ্ঠ পুত্র। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ও পিয়াররিভিউড জার্নালে তার ১০টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তার প্রকাশিত বইয়ের সংখ্যা চারটি। পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। তিন

পাশপাশি বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা অসংখ্য নিবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা সাব এডিটর কাউন্সিলের অন্যতম সদস্য। তিনি সবার নিকট দোয়া প্রার্থী।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram